Logo
Logo
×

সারাদেশ

‘আমি পুলিশ, কাউকে মারলেও আমাদের কোনো বিচার নাই’

Icon

কিশোরগঞ্জ ব্যুরো

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৫ পিএম

‘আমি পুলিশ, কাউকে মারলেও আমাদের কোনো বিচার নাই’

‘আমি পুলিশ, কাউকে মারলেও আমাদের কোনো বিচার নাই’- বলে দম্ভোক্তি করেছেন পুলিশের এএসআই আরিফুল ইসলাম।

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মোফাজ্জল হোসেন নামের এক যুবককে মারপিট করে এবং কামড়িয়ে হাসপাতালে পাঠিয়ে স্বজন ও প্রতিবেশীদের কাছে তিনি এমন দম্ভোক্তি করেন। ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ভাইরাল হয়ে উঠেছে।

এ ঘটনায় অভিযোগ পেয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। 

অভিযুক্ত এএসআই আরিফুল ইসলাম একই এলাকার ফয়েজ উদ্দিনের বড় ছেলে। আরিফুল ইসলাম বর্তমানে শরীয়তপুর জেলা পুলিশের এএসআই হিসেবে কর্মরত। তিনি ছুটিতে এসে পারিবারিক বিরোধের জেরে এমন কাণ্ড ঘটিয়ে আলোচনায় এসেছেন।

আর মোফাজ্জল হোসেন উপজেলার চন্ডিপাশ ইউনিয়নের ঘাগড়া গ্রামের সফির উদ্দিনের ছেলে। মোফাজ্জল হোসেন ও আরিফুল ইসলাম সম্পর্কে আপন চাচাতো ভাই।

জানা গেছে, চন্ডিপাশা ইউনিয়নের ঘাগড়া গ্রামে পারিবারিক বিরোধের জের ধরে গত রোববার গভীর রাতে মোফাজ্জল হোসেনের ওপর অতর্কিত হামলা চালায় পুলিশ সদস্য আরিফুল ইসলাম। এ সময় তাকে পিটিয়ে ও শরীরের বিভিন্ন স্থানে কামড়িয়ে গুরুতর আহত করেন তিনি। আশপাশের লোকজন এগিয়ে এসে  তোফাজ্জলকে উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে পাঠান।

শুধু শারীরিক নির্যাতনের করেই ক্ষান্ত হয়নি হয়নি আরিফুল। বিদেশে যাওয়ার জন্য মোফাজ্জলের জমানো ৫ লাখ টাকাও ছিনিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে আরিফুল ইসলামের বিরুদ্ধে।

পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ভুক্তভোগী মোফাজ্জল হোসেন ও তার স্বজনরা জানান, এএসআই আরিফুল ইসলাম আত্মীয়স্বজনদের হুমকি দিয়ে বেড়াচ্ছেন। 

এ বিষয়ে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা আরিফুল ইসলামের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি পারিবারিকভাবে সমাধান করা হবে বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এ বিষয়ে যোগাযোগ করা হলে পাকুন্দিয়া থানার ওসি এসএম আরিফ জানান, এমন ঘটনায় সোমবার আহত মোফাজ্জলের বড় বোন সালমা আক্তার বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। একজন অফিসারকে তদন্তের দায়িত্বও দেওয়া হয়েছে। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ওসি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম