|
ফলো করুন |
|
|---|---|
ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবগঠিত জেলা কমিটি থেকে ডা. সালেহ আহমেদ শুভ ও রনি মোল্লা নামে দুই নেতা পদত্যাগ করেছেন। বুধবার সকালে এনসিপির দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে মঙ্গলবার রাতে ওই দুই নেতা পদত্যাগের ঘোষণা দেন। ডা. সালেহ আহমেদ ওরফে শুভ জেলা কমিটির যুগ্ম সদস্য সচিব ও রনি মোল্লা নির্বাহী সদস্য ছিলেন।
ডা. সালেহ আহমেদ ওরফে শুভ তার পদত্যাগপত্রে উল্লেখ করেন- বর্তমানে আমি ফরিদপুরে চিকিৎসক হিসেবে কর্মরত আছি। গত ৮ ডিসেম্বর রাতে ঘোষিত জাতীয় নাগরিক পার্টির ফরিদপুর জেলা কমিটিতে আমাকে যুগ্ম সদস্য সচিব হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ সম্পর্কে আমি অবগত ছিলাম না এবং এ বিষয়ে আমার সঙ্গে কোনো প্রকার আলোচনা বা সম্মতি গ্রহণ করা হয়নি।
আমি স্পষ্টভাবে উল্লেখ করতে চাই, আমি কখনই জাতীয় নাগরিক পার্টি কিংবা এনসিপি সংক্রান্ত কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলাম না। অতএব আমাকে দেওয়া ওই পদটি গ্রহণ করার কোনো সুযোগ বা ইচ্ছা আমার নেই। এই পরিপ্রেক্ষিতে আমি জাতীয় নাগরিক পার্টির ফরিদপুর জেলা কমিটির যুগ্ম সদস্য সচিব পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করছি এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করছি।
এদিকে রনি মোল্লা পদত্যাগপত্রে উল্লেখ করেন- আমি রনি মোল্লা ফরিদপুর জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটির যুগ্ম সদস্য সচিব পদে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছি। পরে যখন জাতীয় নাগরিক কমিটি গঠিত হয় তখন নগরকান্দা উপজেলার সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করি। এরপর ফরিদপুর জেলা সমন্বয় কমিটি হলে সেখানে সদস্য পদে দায়িত্ব পালন করেছি। গত ৮ ডিসেম্বর রাতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির ফরিদপুর জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়, সেখানে আমাকে ছয় নম্বর সদস্য পদে রাখা হয়েছে। আমি আমার ব্যক্তিগত কারণে ওই কমিটি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছি।
