রাজৈরে কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে নিহত ২
টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ১০:৩০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
মাদারীপুরের রাজৈরে কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়েছেন। বুধবার বিকালে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার কালীবাড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- অটোরিকশাচালক বিপ্লব সরকার (৩০) রাজৈর উপজেলার আমগ্রাম গ্রামের বিকাশ সরকারের ছেলে ও স্বর্ণ ব্যবসায়ী পলাশ গাইন (৪০) একই গ্রামের নিত্যানন্দ গাইনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার বিকালে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার কালীবাড়ি নামক স্থানে টেকেরহাটগামী একটি কাভার্ডভ্যান ও রাজৈরগামী যাত্রীবাহী একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই বিপ্লব সরকার ও পলাশ গাইন নিহত হন।
রাজৈর থানার ওসি শেখ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
