Logo
Logo
×

সারাদেশ

৪ হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা দিল মুন্নু ওয়েলফেয়ার

Icon

যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ ও সাটুরিয়া প্রতিনিধি

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ১০:৩৭ পিএম

৪ হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা দিল মুন্নু ওয়েলফেয়ার

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দড়গ্রাম ইউনিয়নের ৪ হাজারের অধিক প্রান্তিক ও নিম্নআয়ের মানুষের দোরগোড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দিল মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশন।

স্থানীয় দড়গ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে এবং মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। স্বাস্থ্য ক্যাম্পের উদ্বোধন করেন মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আফরোজা খানম রিতা।

তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী। বুধবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে এ স্বাস্থ্যসেবা।

আফরোজা খানম রিতা বলেন, মানিকগঞ্জের সাধারণ জনগণ যারা কিনা দূরত্ব কিংবা আর্থিক সমস্যার কারণে হাসপাতালে যেতে না পেরে ভালো চিকিৎসা থেকে বঞ্চিত হয়ে আসছেন তাদের চিকিৎসাসেবা দেওয়ার জন্য তাদের দোরগোড়ায় আমরা হাসপাতাল নিয়ে এসেছি। আমাদের এই ফ্রি মেডিকেল ক্যাম্প সারা বছরব্যাপী চলমান থাকবে এবং জনগণের উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করে যাব ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, মুন্নু মেডিকেল কলেজ হাসপাতাল একটি অলাভজনক প্রতিষ্ঠান। আমার পিতা হারুনার রশিদ খান মুন্নুর হাত ধরে এ প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে মানুষের সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে। সারা জীবনই স্বল্পমূল্যে চিকিৎসাসেবা দিয়ে যাবে হাসপাতালটি, যাতে অসহায় ও অসচ্ছল মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যায়।

এ সময় উপস্থিত ছিলেন- মুন্নু মেডিকেল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডা. আব্দুল করিম, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. জুলফিকার আহমেদ আমিন, ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডা. বোরহান উদ্দিন আহমেদ, অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. মনিরুজ্জামান মানিক, ডেন্টাল সার্জন ডা. কুদরত-ই-হাসান, সহকারী অধ্যাপক ডা. জেসমিন আরেফিন, মানিকগঞ্জ বিএমর সভাপতি ডা. বদরুল আলম চৌধুরী ও সাধারণ সম্পাদক ডা. জিয়াউর রহমান প্রমুখ।

মুন্নু মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আব্দুল করিম বলেন, মুন্নু গ্রুপের চেয়ারম্যান আফরোজা খানম রিতার নির্দেশনায় এ সেবামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিনামূল্যে চিকিৎসাসেবার এ কার্যক্রম চলমান থাকবে। ধারাবাহিকভাবে জেলার বিভিন্ন এলাকায় আমরা সারা বছর বিনামূল্যে চিকিৎসা পৌঁছে দেব। 

দিনব্যাপী এ স্বাস্থ্যসেবা নিতে এলাকার প্রায় ৪ হাজারের অধিক নারী-পুরুষ ও শিশু অংশ নেন। রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবার পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম