Logo
Logo
×

সারাদেশ

বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

Icon

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ১০:৪০ পিএম

বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নওগাঁ সদর উপজেলার হাঁপানিয়া তেঁতুলতলী এলাকায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নওগাঁ সদর উপজেলার একডালা পূর্বপাড়া গ্রামের আব্দুল আলিলের ছেলে মোস্তফা সর্দার (৫৫) ও পোরশা উপজেলার বাসিন্দা আব্দুল মালেক।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, মোটরসাইকেলযোগে হাঁপানিয়া থেকে বাড়ি ফিরছিলেন তারা। পথিমধ্যে তেঁতুলতলী এলাকায় নওগাঁ থেকে রাজশাহীগামী একটি বিআরটিসি বাস অপর একটি বাসকে ওভারটেকিং করার সময় মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের লাশ উদ্ধার করে।

নওগাঁ সদর মডেল থানার ওসি মোহাম্মদ নিয়ামুল হক বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করা হয়েছে। বাসটি আটক করা হয়েছে। মরদেহ দুটি তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম