কৃষি জমির টপসয়েল বিক্রি, লাখ টাকা জরিমানা
ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ১০:৪৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় কৃষি জমির টপসয়েল বিক্রি করায় নুর হোসেন খান নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের তেলিশাইর এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এআরএম জাহিদ হাসান।
তিনি জানান, সুবিদপুর পূর্ব ইউনিয়নের তেলিশাইর এলাকায় কৃষি জমির টপসয়েল কাটার গোপন সংবাদ পেয়ে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় নুর হোসেন খান নামে এক ব্যক্তিকে টপসয়েল বিক্রির অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় টপসয়েল কাটা অবস্থায় প্রশাসনের উপস্থিতি বুঝতে পেরে এক্সকেভেটরচালক দৌড়ে পালিয়ে যায়। পরে দুইটি এক্সকেভেটর মেশিন জব্দ করে ইউপি সদস্য জাকির হোসেন ও ইউনিয়ন কৃষি উপসহকারী কর্মকর্তা ইমান হোসেনের জিম্মায় রাখা হয় এবং পরবর্তীতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করার সময় উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আবু বকর ছিদ্দিক, ফরিদগঞ্জ থানার এসআই পিয়াস বড়ুয়া, সুবিদপুর পূর্ব ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তা সাহাদাত হোসেন, ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা ইমান হোসেন, ইউপি সদস্য সাহাদাত হোসেন ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
