কুকুরকে চাপা দিয়ে চলে গেল গাড়ি, দুজনের বিরুদ্ধে হত্যা মামলা
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ১০:৪৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রামে গাড়িচাপায় অন্তঃসত্ত্বা কুকুরের মৃত্যুর ঘটনায় দুজনের বিরুদ্ধে ‘হত্যা মামলা’ হয়েছে। বুধবার তোফায়েল আহমেদ নামে এক তরুণ চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফার আদালতে মামলাটি করেন।
আদালত মামলা গ্রহণ করে থানাকে সরাসরি এজাহার হিসেবে লিপিবদ্ধ করার আদেশ দিয়েছেন।
মামলার আরজিতে বলা হয়েছে- গত ৪ ডিসেম্বর রাত ১১টা থেকে ১২টার মধ্যে নগরীর কোতোয়ালি থানাধীন নন্দনকানন এলাকায় ডিসি হিলের মূল ফটকের সামনে একটি অন্তঃসত্ত্বা কুকুর বসা ছিল। ডিসি হিলের ভেতর থেকে একটি সাদা রঙের পিকআপ ভ্যান বের হওয়ার জন্য গেটে আসে। তখন মূল ফটক বন্ধ ছিল। দায়িত্বরত নিরাপত্তা কর্মী ফটক খুলে দেন। তিনি কুকুরটিকে সরাননি, চালকও গাড়ি থামাননি। কুকুরটিকে চাপা দিয়ে গাড়িটি চলে যাওয়ার পরও নিরাপত্তাকর্মী কোনো পদক্ষেপও নেননি। এছাড়া গাড়িচালক কুকুরটিকে চাপা দেওয়ার বিষয়টি বুঝতে পেরেও গাড়ি চালিয়ে চলে যান।
গাড়িচালক ও নিরাপত্তাকর্মী কেউই অন্তঃসত্ত্বা কুকুরটিকে বাঁচানোর কোনো চেষ্টা করেননি। পুলিশি তদন্তে সেই সময় দায়িত্বরতদের নাম-পরিচয় জানতে পারবে বলে আরজিতে বলা হয়েছে।
বাদীর আইনজীবী নাজনীন জেনি জানান, বাংলাদেশ সড়ক পরিবহণ আইনের ৯৮ ধারা এবং পশু হত্যার অভিযোগে দণ্ডবিধির ৪২৮ ধারায় মামলাটি করা হয়েছে। মামলায় কুকুরটিকে চাপা দেওয়া পিকআপ ভ্যানের চালক ও ডিসি হিলের মূল ফটকের নিরাপত্তাকর্মীকে আসামি করা হয়েছে। তবে তাদের নাম উল্লেখ করা হয়নি।
তিনি আরও বলেন, আদালত বাদীর বক্তব্য গ্রহণ করে নগরীর কোতোয়ালি থানা-পুলিশকে অভিযোগ সরাসরি এজাহার হিসেবে রেকর্ডের নির্দেশ দেন। সেইসঙ্গে আগামী ১৫ দিনের মধ্যে জড়িত আসামিদের পরিচয় শনাক্ত করে তাদের গ্রেফতার করে আদালতে প্রতিবেদন দিতে পুলিশকে নির্দেশ দিয়েছেন।
চট্টগ্রামের ডিসি হিলে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের বাসভবন রয়েছে। মামলায় উল্লেখিত গাড়িচালক ও নিরাপত্তাকর্মী জেলা প্রশাসনের কর্মচারী বলে জানা গেছে।
