Logo
Logo
×

সারাদেশ

বিএনপি ক্ষমতায় গেলে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হবে না: টুকু

Icon

যুগান্তর প্রতিবেদন, টাঙ্গাইল

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ১০:৫২ পিএম

বিএনপি ক্ষমতায় গেলে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হবে না: টুকু

টাঙ্গাইল-৫ (সদর) আসনে দলের মনোনীত প্রার্থী বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আমরা রাজনীতি করি জনগণের জন্য, জনগণের কল্যাণের জন্য রাজনীতি করি। আগামীর বাংলাদেশ কী রকম হবে মানুষের প্রতি সরকার কতটা মানবিক হবে- এটিই মানুষের চাওয়া বা আকাঙ্ক্ষা থাকে একটা সরকারের প্রতি। আগামীতে বিএনপি ক্ষমতায় এলে গণতন্ত্রের বাংলাদেশ নিশ্চিত হবে। বাংলাদেশে কোনো হানাহানি থাকবে না। মানবাধিকার লঙ্ঘন হবে না। মানুষের জন্য মানুষ কাজ করবে।

বুধবার দুপুরে ৭৭তম বিশ্ব আন্তর্জাতিক মানবাধিকার দিবসে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অব বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে মানববন্ধনে তিনি বলেন, বিগত দিনে বাংলাদেশে একটা সরকার ছিল অবৈধ অনৈতিক ও ডাকাত সরকার, ফ্যাসিবাদী সরকার। যারা বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার হরণ করেছিল। মানুষের যে মানবিক গুণাবলী থাকে সেই পুলিশ বাহিনী থেকে তারা মানুষের ওপর উল্টো নির্যাতন চালিয়েছে। মানবাধিকার লঙ্ঘন করেছে, আগামী দিনে মানুষ চায় সামনের বাংলাদেশ, গণতন্ত্রের বাংলাদেশ।

টুকু আরও বলেন, জনগণের সব দুঃখ-কষ্ট লাঘবের জন্য কাজ করতে হবে। আমাদের অনেক প্রতিবন্ধী রয়েছেন। ইতোমধ্যে আমরা প্রতিবন্ধীদের জন্য হুইলচেয়ার বিতরণ করেছি। রাস্তার পাশে ফুটপাতে শুয়ে থাকে ক্ষুধার্ত মানুষ যারা তাদের নিবারণ করতে পারে না। বিভিন্ন জায়গায় দেখা যায় অসহায় মানুষ রাত্রিযাপন করছে। তাদের থাকার জায়গা নাই। সেই সমস্ত ক্ষুধার্ত বা ফুটপাতে শুয়ে থাকা ভবঘুরেদের মাঝে আমরা শীতবস্ত্র বিতরণ করেছি।

টুকু বলেন, আমাদের দেশটি সবাই মিলে এ দেশটাকে গড়ে তুলতে হবে। যাতে আগামী দিনে আর কোনো ফ্যাসিবাদ কোনো স্বৈরাচার, অমানবিক নির্যাতনকারী কোনো সরকার এ দেশে আর প্রতিষ্ঠিত না হতে পারে। সেদিক বিবেচনা করে আপনারা আগামী দিনে জনগণ ঐক্যবদ্ধভাবে থাকবেন; যাতে আগামী নির্বাচনে আপনারা আপনাদের মতামত ব্যক্ত করবেন।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইট্স অব বাংলাদেশ ফাউন্ডেশন জেলার সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম রফিক, সদস্য সচিব মামুনুর রহমান মামুন, ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম জুয়েল, উপদেষ্টা মনোয়ার হোসেন, বুলবুল আহমেদ প্রমুখ।

মানববন্ধন শেষে একটি র‌্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টাঙ্গাইল ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

এ সময় ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অব বাংলাদেশ ফাউন্ডেশনের নেতারা উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম