Logo
Logo
×

সারাদেশ

শিশু সাজিদকে উদ্ধারে মানুষের দোয়া ও মায়ের আর্তনাদ

Icon

তানোর (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ১১:৪৩ এএম

শিশু সাজিদকে উদ্ধারে মানুষের দোয়া ও মায়ের আর্তনাদ

সন্তানকে ফিরে পাওয়ার অপেক্ষায় মা রুনা খাতুন।

রাজশাহীর তানোরে গভীর নলকূপের জন্য খোঁড়া গর্তে পড়ে যাওয়া শিশুটিকে জীবিত ফিরে পেতে এক নির্ঘুম রাত কেটেছে উদ্ধারকর্মীদের। সঙ্গে স্বজনদেরও। বিকাল গড়িয়ে, সন্ধ্যা গড়িয়ে রাত, রাত গড়িয়ে পরদিন সকাল সাড়ে ১০টা- এরপরও উদ্ধার করা যায়নি শিশুটিকে। 

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে ঘটনাস্থলের অদূরে সন্তানকে ফিরে পেতে মা রুনা খাতুন ‘তুমি কাইড়া (কেড়ে) নিও না আল্লাহ’ বলে বিলাপ করতে থাকেন। 

অন্যদিকে স্থানীয় জনতা ও রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে জামায়াতের এমপি প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমান ঘটনাস্থলে গিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া প্রার্থনা করছেন। এতে আকাশ-বাতাস ভারি হয়ে উঠেছে। এরপরও বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত সাজিদকে পাওয়া যায়নি।

এর আগে বুধবার (১০ ডিসেম্বর) দুপুর ১টার দিকে তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশু সাজিদ কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের রাকিব উদ্দীনের ছেলে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় শেষ খবর পাওয়া পর্যন্ত শিশুটি উদ্ধার করা সম্ভব হয়নি। তবে সকাল হতে না হতেই উদ্ধার অভিযানস্থলে শত শত উৎসুক মানুষ ভিড় জমিয়েছে। তাদের সরাতে বেগ পেতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। 

এর আগে বুধবার (১০ ডিসেম্বর) বিকাল থেকে গভীর রাত পর্যন্ত কয়েক দফায় নলকূপের ৩৫ ফুট গর্তে ফায়ার সার্ভিসের কর্মীরা ক্যামেরা নামায়। কিন্তু ওপর থেকে পড়া মাটি ও খড়ের কারণে শিশুটি তারা দেখতে পায়নি।

তবে একই দিন দুপুরে শিশুটির কান্নার আওয়াজ শোনা যায়। থেমে নেই ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান।

এ ব্যাপারে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান বলেন, ফায়ার সার্ভিস উদ্ধার কাজ করছে। গর্ত করার পরে এখন সুড়ঙ্গ করা হচ্ছে। এরপর সুড়ঙ্গ দিয়ে মইয়ের সাহায্যে সেখানে পৌঁছানোর চেষ্টা করা হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম