আল আমিন তরফদার। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
বগুড়ার ধুনটে বিএনপির কার্যালয়ে ককটেল নিক্ষেপ ও ভাঙচুর অভিযোগের মামলায় আল আমিন তরফদার (৫২) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার রাতে তাকে উপজেলার জিঞ্জিরতলা গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ ও মামলা সূত্র জানায়, গ্রেফতার আল আমিন তরফদার ধুনট পৌরসভার জিঞ্জিরতলা এলাকার আজাহার আলী তরফদারের ছেলে। তিনি ধুনট পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক কাউন্সিলর ছিলেন।
গত ২০২৩ সালের ৭ জুন ধুনট পৌরসভার পশ্চিম ভারনশাহী এলাকায় দলীয় কার্যালয়ে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কর্মিসভা চলছিল। এ সময় স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে বিএনপি কার্যালয়ে হামলা চালান। তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি কার্যালয়ে রাখা চেয়ার ও টেবিল ভাঙচুর করেন। এ ঘটনায় ধুনট উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আশাদুল ইসলাম গত ২৬ জানুয়ারি ধুনট থানায় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের ৭৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন।
পুলিশ আরও জানায়, এর আগে বিএনপির মিছিলে ককটেল হামলা, ব্যানারে অগ্নিসংযোগ ও যুবদল নেতার ওপর ককটেল হামলার অভিযোগে হওয়া মামলায় তিনি গত ১৫ জুলাই গ্রেফতার হন। আল আমিন তরফদার সম্প্রতি আদালত থেকে জামিনে ছাড়া পেয়ে বাড়িতে অবস্থান করছিলেন।
ধুনট থানার ওসি আতিকুল ইসলাম জানান, এ মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
