Logo
Logo
×

সারাদেশ

সুনামগঞ্জ-৫ আসন

একই ইউনিয়নের তিন প্রার্থী, সমীকরণে নতুন মোড়!

Icon

আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ)

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৪ পিএম

একই ইউনিয়নের তিন প্রার্থী, সমীকরণে নতুন মোড়!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনে চমক সৃষ্টি হয়েছে একই ইউনিয়নের তিনজন প্রার্থীর অংশগ্রহণে। শিল্পনগরী খ্যাত ছাতক ও দোয়ারাবাজার নিয়ে গঠিত এ আসনে বরাবরই প্রতিদ্বন্দ্বিতা হয়ে থাকে হাড্ডাহাড্ডি।

তবে এবার নতুন করে আলোচনায় আসে বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ঘোষণার পর। সিলেটের বিখ্যাত আলেম ও সুফি আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলীর হাতে গড়া সংগঠনটির প্রার্থী মাঠে নামায় পুরো নির্বাচনী হিসাব-নিকাশ নতুন করে পাল্টে যায়।

একই ইউনিয়নের তিন গ্রামের তিনজন প্রার্থী হওয়ায় দোলারবাজার ইউনিয়নে ভোটারদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল। দক্ষিণ ছাতকের দোলারবাজার ইউনিয়নের চেলারপাড়, কল্যাণপুর ও জটি—এই তিন গ্রাম থেকেই নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন তিন রাজনৈতিক ব্যক্তি, যার মধ্যে দুজন ইসলামী সংগঠনভুক্ত অভিজ্ঞ আলেম।

প্রার্থীরা হলেন— গোবিন্দনগর ফজলিয়া সিনিয়র আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী, যিনি সিলেটের জামায়াতে ইসলামীর শূরা সদস্য ও সুনামগঞ্জ-৫ আসনে দলীয় প্রার্থী, বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ও বুরাইয়া মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী এবং স্বতন্ত্র প্রার্থী মানবাধিকারকর্মী লন্ডনপ্রবাসী জয়নাল আবেদীন। 

তিন প্রার্থীর বাড়ি দোলারবাজার ইউনিয়নের তিন পৃথক গ্রামে হলেও ভোটের মাঠে তাদের উপস্থিতি এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, একই ইউনিয়নের তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও এতে গণতান্ত্রিক প্রক্রিয়া আরও সমৃদ্ধই হবে।

দোলারবাজার ইউনিয়নের বারগোপি গ্রামের বাসিন্দা কামাল আহমদ বলেন, একই ইউনিয়নের তিন গ্রামের তিনজন প্রার্থী—এটা কোনো অস্বাভাবিক বিষয় নয়। পাঁচজনও হতে পারে। এটাই গণতন্ত্র। ভোটাররা প্রতিযোগিতা দেখবেন, নিজেদের পছন্দের প্রার্থীকে বেছে নেবেন।

জামায়াতের প্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানী বলেন, আমি আমার দলের মনোনয়ন পেয়ে মাঠে নেমেছি। জনগণের সাড়া খুব ভালো। বিজয় আসবে ইনশাআল্লাহ।

স্বতন্ত্র প্রার্থী মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী বলেন, দুজন আলেম ও একজন লন্ডনী প্রার্থী—এটা কোনো বিভাজন সৃষ্টি করবে বলে মনে করি না। দল আমাকে মনোনয়ন দিয়েছে, আমি শক্তভাবে লড়াই করছি। প্রচারণায় ব্যাপক সাড়া পাচ্ছি।

মানবাধিকারকর্মী জয়নাল আবেদীনও একই আত্মবিশ্বাস ব্যক্ত করে বলেন, প্রতিযোগিতা গণতন্ত্রের সৌন্দর্য। আমি জনগণের কাছে যাচ্ছি, আশা করছি ভালো কিছু হবে।

এদিকে পুরো নির্বাচনি সমীকরণের কেন্দ্রে রয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী কলিম উদ্দিন আহমদ মিলন—যিনি দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির আহ্বায়ক ও তিনবারের সাবেক এমপি। আলেম-ওলামাদের মধ্যে বিভক্তির কারণে বিএনপির দলীয় প্রার্থী মিলন এবার আরও শক্তিশালী অবস্থানে আছেন বলে জানা গেছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম