দায়িত্ব পালনে খোদাভীরু হতে বললেন নবাগত ইউএনও
বেলকুচি-চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচএম খোদাদাদ হোসেন বলেছেন, সবাইকে দায়িত্ব পালনে স্বচ্ছতা জবাবদিহিতা এবং সর্বোপরি খোদাভীরু হতে হবে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে যমুনার দুর্গম চরাঞ্চল অধ্যুষিত চৌহালী উপজেলার হলরুমে বিভিন্ন দপ্তরে কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এ সময় নবাগত ইউএনও এইচএম খোদাদাদ হোসেন আরও বলেন, আমরা প্রত্যেকেই দায়িত্বশীল। দিন শেষে সবাই যেন আল্লাহর প্রতি ভয় রেখে কর্ম করি, অন্যের হক বিনষ্ট না করি। মহান আল্লাহ সব অপরাধের ক্ষমা করলেও অন্যের হক নষ্টের অপরাধের ক্ষমা করবেন না। তাই খোদাভীরুতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
গত ১০ ডিসেম্বর সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে যোগদানকারী এইচএম খোদাদাদ হোসেন ৩৫তম বিসিএসের (প্রশাসন) কর্মকর্তা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে।
চৌহালীতে যোগদানের আগে সিনিয়র সহকারী সচিব শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় কক্সবাজারে দায়িত্ব পালনের লক্ষ্যে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সংযুক্ত) জনপ্রশাসন মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন।
এ সময় চৌহালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও সাবেক ভারপ্রাপ্ত ইউএনও মো. হাসিবুর রহমান, পরিবার পরিকল্পনা অফিসার ডা. শারমিন, প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) হেকমত আলী, খাষকাউলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান হাবলুসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
