মৌলভীবাজার-৪ আসনে হিন্দু প্রার্থী দিল এনসিপি
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০৭:০৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসন থেকে প্রীতম দাশকে একক মনোনয়ন দিয়েছে জাতীয় নাগরিক পাটি (এনসিপি)।
প্রীতম দাশ সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও সিলেট বিভাগের তত্ত্বাবধায়ক। একই সঙ্গে তিনি দলটির ধর্ম ও সম্প্রীতি সেলের সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া কর্মসূচি ও নিরাপত্তা বিষয়ক সহ-সম্পাদক এবং গণঅধিকার পরিষদের ফরিদপুর বিভাগীয় উপ-কমিটির সমন্বয়ক।
বুধবার সকালে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সদস্য সচিব আখতার হোসেন তার নাম ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন- দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী প্রমুখ।
মনোনয়ন পাওয়ার পর প্রীতম দাশ বলেন, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী নতুন রাজনৈতিক বন্দোবস্তের অংশ হিসেবে এনসিপি আমাকে মনোনীত করায় আমি দলের প্রতি কৃতজ্ঞ। অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে সবার অধিকার নিশ্চিতের লক্ষ্যে কাজ করব।
তিনি আরও বলেন, আমি ২০২২ সালে চা-শ্রমিকদের মজুরি বাড়ানোর আন্দোলন করতে গিয়ে মিথ্যা মামলায় ১৩১ দিন কারাভোগ করেছি। শিক্ষাজীবন থেকেই জনগণের পাশে থাকার রাজনীতি করে আসছি। বিভিন্ন সামাজিক-রাজনৈতিক কর্মকাণ্ডে যেভাবে তৎপর ছিলাম, ভবিষ্যতেও তৎপর থাকব। কমলগঞ্জ-শ্রীমঙ্গলের মানুষ তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে সংসদে পাঠান, তাহলে এলাকার ন্যায্য অধিকার নিশ্চিত করতে সচেষ্ট থাকব।
