Logo
Logo
×

সারাদেশ

সাজিদের জানাজায় মানুষের ঢল

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ১২:১৩ পিএম

সাজিদের জানাজায় মানুষের ঢল

রাজশাহীর তানোরে পরিত্যক্ত গভীর নলকূপে পড়ে নিহত শিশু সাজিদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

রাজশাহীর তানোরে পরিত্যক্ত গভীর নলকূপে পড়ে নিহত শিশু সাজিদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলার কোয়েলহাট গ্রামে জানাজা শেষে বাড়ির পাশের কবরস্থানে দাফন করা হয় তাকে।

সকাল থেকেই জানাজার মাঠে মানুষের ঢল নামে। শিশুটির আকস্মিক মৃত্যু মেনে নিতে পারছেন না গ্রামের কেউই। স্কুলপড়ুয়া শিক্ষার্থী থেকে শুরু করে প্রবীণ—সবাইয়ের চোখে জল। সাজিদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন তারা। পুরো গ্রাম যেন শোকসাগরে ডুবে আছে।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে বাড়ির সামনে মায়ের সঙ্গে হাঁটার সময় খড় দিয়ে ঢাকা একটি গর্তে পড়ে যায় সাজিদ। ওই গর্তটিই ছিল পরিত্যক্ত গভীর নলকূপের মুখ। দীর্ঘ ৩২ ঘণ্টা পর বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে তাকে উদ্ধার করা হয়। পরে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, গত বছর এক ব্যক্তি ওই স্থানে গভীর নলকূপ বসানোর চেষ্টা করেছিলেন। ১২০ ফুট পর্যন্ত খনন করেও পানি না পাওয়ায় কাজটি পরিত্যক্ত থাকে। খোলা মুখই ফেলে রাখা হয়েছিল গর্তটি। পরবর্তীতে বৃষ্টিতে এর মুখ আরও বড় হয়। কোনো ধরণের সতর্কতা বা ঢাকনা না থাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্থানীয়দের।   

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম