|
ফলো করুন |
|
|---|---|
নাটোরের লালপুরে রাতের আঁধারে কৃষক আলী হোসেনের প্রায় ১০ শতাংশ জমির পেঁয়াজ চুরি করে নিয়ে গেছে চোরেরা। বুধবার (১০ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের পদ্মার চরে এ ঘটনা ঘটেছে।
ক্ষতিগ্রস্ত কৃষক আলী হোসেন বলেন, তার বাড়ি বাঘা উপজেলার পানিকুমড়া এলাকায়; তিনি বিলমাড়িয়া পদ্মার চরে ২ বিঘা জমি বর্গা নিয়ে পেঁয়াজ চাষ করেছিলেন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে জমিতে এসে দেখেন প্রায় ১০ শতাংশ জমির পেঁয়াজ তুলে নিয়ে গেছে আর রেখে গেছে পাতা।
ওই কৃষক বলেন, গত বছর পেঁয়াজ আবাদ করে ৮০ হাজার টাকা লোকসান হয়েছিল। আশায় ছিলাম এ বছর পেঁয়াজের দাম ভালো আছে কিছু টাকা পাব কিন্তু আমার যা লাভ হবে সেই পরিমাণ পেঁয়াজ চুরি হয়ে গেছে।
তিনি আরও বলেন, আমরা অন্য উপজেলা থেকে এসেছি ফসল আবাদ করতে কিন্তু ফসল ও আমাদের কোনো নিরাপত্তা নাই, কার কাছে বিচার চাইব।
এ বিষয়ে বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিদ্দিক আলী মিষ্টু বলেন, ঘটনাটি শুনেছি। রাতের আঁধারে জমির পেঁয়াজ কে বা কারা তুলে নিয়ে গেছে। গ্রামপুলিশকে পাঠিয়েছি সরেজমিনে বিষয়টি দেখার জন্য।
