|
ফলো করুন |
|
|---|---|
নরসিংদীর পলাশে অজ্ঞাত এক যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে উপজেলার জিনারদী ইউনিয়নের কাটাবের সড়কের পাশ থেকে এ লাশ উদ্ধার করা হয়েছে।
স্থানীয়রা জানান, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে কাটাবের সড়কে প্লাস্টিকের বস্তাবন্দি অবস্থায় একজনের মরদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।
পলাশ থানার ওসি শাহেদ আল মামুন জানান, নিহত যুবকের পরিচয় শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্তে পিবিআই নিহতের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেছে।
