Logo
Logo
×

সারাদেশ

রাস্তায় নেমে নিজের পোস্টার-ব্যানার অপসারণ করলেন জামায়াত প্রার্থী

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৭ পিএম

রাস্তায় নেমে নিজের পোস্টার-ব্যানার অপসারণ করলেন জামায়াত প্রার্থী

কুমিল্লায় রাস্তায় নেমে নিজের পোস্টার-ব্যানার অপসারণ করলেন জামায়াত মনোনীত প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ। শুক্রবার সকাল থেকে নির্বাচনী এলাকায় ঘুরে ঘুরে এসব পোস্টার ব্যানার নিজেই অপসারণ করেন তিনি।

দ্বীন মোহাম্মদ কুমিল্লা-৬ আসনে জামায়াত মনোনীত প্রার্থী। পাশাপাশি তিনি মহানগর জামায়াতের আমির। 

দলের নেতাকর্মীরা জানান, তফশিল ঘোষণার পর নির্বাচন কমিশন ও আরপিও অনুযায়ী সব প্রার্থীকে নিজ দায়িত্বে প্রচারিত পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। কমিশনের এ নির্দেশনা বাস্তবায়নে কুমিল্লা-৬ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ নিজেই মাঠে নেমেছেন।

এ সময় কর্মী-সমর্থকদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সমস্ত পোস্টার, ব্যানার ও ফেস্টুন নিজ ব্যয় ও দায়িত্বে অপসারণ করার জন্য দিক-নির্দেশনা দেন।

এ সময় উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা জামায়াত আমির মো. মিজানুর রহমানসহ স্থানীয় শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

কাজী দ্বীন মোহাম্মদ বলেন, নির্বাচন কমিশন ও নির্বাচন আইনের (আরপিও) নির্দেশনা মেনে চলাই আমাদের গণতান্ত্রিক দায়িত্ব। আমরা সর্বোচ্চ শৃঙ্খলা ও স্বচ্ছতার সঙ্গে নির্বাচনি কার্যক্রম পরিচালনা করতে প্রতিজ্ঞাবদ্ধ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম