ঢাকা বিভাগীয় ইজতেমায় জুমার নামাজে লাখো মুসল্লির ঢল
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
শুক্রবার বাদফজর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে তাবলিগ জামাত বাংলাদেশ (মাওলানা সাদপন্থিদের) ঢাকা বিভাগীয় ইজতেমা। ইজতেমায় লক্ষাধিক মুসল্লি শরিক হয়েছেন। অংশ নিয়েছেন জুমার নামাজে।
জুমার নামাজে ইমামতি করেন কাকরাইল মসজিদের অন্যতম আলেমে দ্বীন মুফতি উসামা ইসলাম।
ঢাকা মহানগরী ছাড়াও ঢাকার বিভিন্ন থানা, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, নরসিংদী, কিশোরগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ ও রাজবাড়ী জেলার মুসল্লিরা এ ইজতেমায় শরিক হয়েছেন।
ঢাকার বিভাগীয় ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নের বিশাল মাঠজুড়ে। আয়োজকদের পক্ষ থেকে শামিয়ানা টাঙানো, পানির লাইন ও বিদ্যুৎ সংযোগ, গাড়ি পার্কিং, সাইকেল গ্যারেজসহ বিভিন্ন অবকাঠামো তৈরি করা হয়েছে।
আয়োজক কমিটির সদস্য তাবলিগ জামাতের মিডিয়া সমন্বয়ক মো. সায়েম বলেন, প্রায় ২০০ বিদেশি মেহমান এ ইজতেমায় অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
তিনি বলেন, এবার জেলা ইজতেমার পরিবর্তে বিভাগীয় ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। ফলে ঢাকা বিভাগের ১৩টি জেলা থেকে কয়েক লাখ মুসল্লি এতে অংশ নেবেন। রোববার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে ঢাকার বিভাগীয় ইজতেমা।
তিনি আরও বলেন, এ সপ্তাহে আরও চারটি বিভাগীয় ইজতেমা শুরু হয়েছে চট্টগ্রাম, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগে। বাকি তিন বিভাগ বরিশাল, সিলেট ও ময়মনসিংহে আগামী সপ্তাহে ইজতেমা শুরু হবে।
জামিয়া কাশিফুল উলুম ঢাকার মুহতামি মাওলানা সৈয়দ আনোয়ার আবদুল্লাহ জানান, ঢাকা বিভাগীয় ইজতেমায় মাওলানা ফারুকের নেতৃত্বে দিল্লির নিজামুদ্দিন মারকাজের মুরুব্বিদের একটি জামাত উপস্থিত হয়েছে।
