বন্দরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে স্বরচিত কবিতা পাঠ ও দোয়া অনুষ্ঠান
বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
যুগান্তর স্বজন সমাবেশ বন্দর উপজেলা শাখার উদ্যোগে মাকে নিয়ে স্বরচিত কবিতা পাঠ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে ২৪নং ওয়ার্ড বন্দরের দেউলী চৌরাপাড়া স্বজন সমাবেশের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
যুগান্তর স্বজন সমাবেশ বন্দর উপজেলা শাখার সভাপতি কবি কবির সোহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীন ইসলাম দীপুর সঞ্চালনায় স্বরচিত কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন- বন্দর প্রেস ক্লাবের সভাপতি ও স্বজন সমাবেশের উপদেষ্টা আতাউর রহমান, কবি ইয়াদী মাহমুদ, কবি হামিদ কাফি, কবি মহিউদ্দিন আহমেদ, কবি আশরাফ মামুন, সাংবাদিক নাসির খান, জিয়াউদ্দিন লিটল, মোহাম্মদ হোসেন ও কাজী দীন ইসলাম।
অনুষ্ঠানে যুগান্তর স্বজন সমাবেশ বন্দর উপজেলা শাখার সাধারণ সম্পাদক দীন ইসলাম দীপুর মা সাজেদা খাতুনের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
