Logo
Logo
×

সারাদেশ

নিষিদ্ধ ছাত্রলীগ নেতার স্ত্রী পেলেন অদম্য নারী পুরস্কার

Icon

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৬ পিএম

নিষিদ্ধ ছাত্রলীগ নেতার স্ত্রী পেলেন অদম্য নারী পুরস্কার

চট্টগ্রামের লোহাগাড়ায় বেগম রোকেয়া দিবসে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইউনিয়ন সভাপতির স্ত্রী শারমিন আক্তার।

বিষয়টি নিয়ে উপজেলাজুড়ে তীব্র বিতর্ক, ক্ষোভ ও উপহাসের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বইছে সমালোচনার ঝড়।

শারমিন আক্তার উপজেলার চরম্বা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুনের স্ত্রী।

ফেসবুকে আমির হোসেন (সেই আমির) নামক একজন ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ‘চরম্বা ইউনিয়নের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতির স্ত্রীকে দেওয়া হলো অদম্য নারী পুরষ্কার! ২০২৪ সালের আন্দোলনের রক্তের দাগ শুকানোর আগেই কিভাবে উপজেলা প্রশাসন থেকে ছাত্রলীগের সভাপতির স্ত্রী পুরষ্কার পায়? এখনো কি উপজেলা প্রশাসনে আওয়ামী লীগের দালালরা রয়ে গেছে? কোন সাংবাদিকের হাত ধরে এ পুরস্কারটা পেয়েছে জাতি জানতে চায়?’

গত ৯ ডিসেম্বর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আন্তর্জাতিক নারী প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে অদম্য নারী পুরস্কার শীর্ষক কার্যক্রমের আওতায় অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী ক্যাটাগরিতে তিন নারীকে সম্মাননা দেওয়া হয়েছে। সম্মাননাপ্রাপ্ত নারীরা হলেন- শারমিন আক্তার, রিনা আক্তার ও ইয়াসমিন আক্তার।

জানতে চাইলে লোহাগাড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কূহেলিকা সরকার বলেন, বিষয়টি আমার জানা নেই। এ ব্যাপারে বিস্তারিত জেনে আপনাকে জানাব।

বিষয়টি জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার কল দিলে এবং খুদেবার্তা পাঠিয়েও কোনো উত্তর পাওয়া যায়নি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম