Logo
Logo
×

সারাদেশ

অতিরিক্ত মদপানে প্রাণ গেল দুজনের

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:৩২ পিএম

অতিরিক্ত মদপানে প্রাণ গেল দুজনের

প্রতীকী ছবি: যুগান্তর

পাবনায় অতিরিক্ত মদপান করে সুমন সরকার (৩৫) এবং মামুন হোসেন (৩২) নামে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 

শুক্রবার (১২ ডিসেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। 

মৃত সুমন সরকার পাবনা শহরের গোপালপুর মহল্লার সঞ্চিত সরকারের ছেলে এবং মামুন হোসেন রাধানগর মক্তবপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে। 

মদপানে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ওসি দুলাল হোসেন। তবে তারা কোথায় মদপান করেছেন তা জানা যায়নি। তবে তাদের স্বজনরা দাবি করেছেন, গ্যাস্ট্রিকের কারণে তাদের মৃত্যু হয়েছে। 

ওসি জানান, হাসপাতালের নথিপত্র অনুযায়ী তাদের মৃত্যুর কারণ মদপান। তবে কোথা থেকে কিভাবে খেয়েছে এসব বিস্তারিত তদন্তের পর জানা সম্ভব হবে। 

পাবনা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স সুখী খাতুন জানান, তাদের দুজনকে ৩ ঘণ্টার ব্যবধানে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে সুমন ভোর সাড়ে ৩টার দিকে হাসপাতালে মারা গেলে তার স্বজনরা লাশ নিয়ে চলে যান। একই সময়ে পাবনা জেনারেল হাসপাতাল থেকে রাজশাহী নেওয়ার পথে মারা গেছেন মামুন। এদিকে মৃত সুমন ও মামুনের পরিবারের সদস্যরা এ বিষয়ে কথা বলতে রাজি হননি। 

পাবনা থানার ওসি দুলাল হোসেন বলেন, আমরা খবর পেয়ে শুক্রবার সকাল ১০টার দিকে লাশ উদ্ধারে গিয়ে দেখতে পাই, সুমনের লাশ তার স্বজনরা শ্মশানে নিয়ে পুড়িয়ে ফেলছেন। মামুনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম