Logo
Logo
×

সারাদেশ

ফরিদপুরে আ.লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেফতার

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ০৮:৪০ পিএম

ফরিদপুরে আ.লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেফতার

ফরিদপুরে আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

ফরিদপুর শহর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক এটিএম জামিল ওরফে তুহিনকে গ্রেফতার  করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ তাকে শহরের গুহলক্ষীপুর এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করে।

অপর এক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ পৌর আওয়ামী লীগের ২৬ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

এছাড়া আরও এক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহীন আহমেদ সোহানকে গ্রেফতার করেছে পুলিশ।

কোতোয়ালি থানার ওসি শহিদুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম