|
ফলো করুন |
|
|---|---|
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে এ বিক্ষোভ মিছিল করে যশোরের ‘সাধারণ ছাত্র-জনতা’।
মিছিল থেকে গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার দাবিতে সরব থাকা ছাত্রনেতার ওপর এমন বর্বরোচিত হামলায় তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়।
বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা থানা মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় মিছিলে অংশ নেওয়া বিক্ষোভকারীরা ‘ছাত্রনেতা হাদির ওপর হামলা কেন?’, ‘হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করো-করতে হবে’ এবং ‘আওয়ামী লীগ সন্ত্রাসীদের বিচার চাই’ ইত্যাদি স্লোগান উচ্চারিত হয়।
মিছিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা রাশেদ খান, ইমরান খান, এনসিপি নেতা নুরুজ্জামানসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনি প্রচার-প্রচারণা চালাচ্ছিলেন হাদি। ওই সময় বিজয়নগর এলাকায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে তিনি আহত হন। বর্তমানে তিনি গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
