Logo
Logo
×

সারাদেশ

সামান্য সহযোগিতায় স্বাভাবিক জীবনে ফিরতে পারে বিলাশ

Icon

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ০৮:৫২ পিএম

সামান্য সহযোগিতায় স্বাভাবিক জীবনে ফিরতে পারে বিলাশ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানের এক চা শ্রমিকের সন্তান, বিলাশ খাখার বর্তমানে জীবনযুদ্ধে লড়ছেন। কয়েক মাস আগে তার পেটে গুরুতর সমস্যা দেখা দেয়, যার জন্য তাকে অপারেশন করাতে হয়। কিন্তু অপারেশনের পর তার পেটের অংশ বাইরে বেরিয়ে আসে।

চিকিৎসক সতর্ক করেছেন, অতি দ্রুত আরেকটি অপারেশন না হলে তার জীবন বিপন্ন হতে পারে।

বিলাশের পরিবার অত্যন্ত দরিদ্র। দ্বিতীয়বারের অপারেশন ও প্রয়োজনীয় চিকিৎসার খরচ তাদের পক্ষে বহন করা প্রায় অসম্ভব। সেই কারণে সমাজের সহমর্মী মানুষদের সাহায্যের আহ্বান জানানো হয়েছে।

স্থানীয় সমাজকর্মী বিজয় গোয়ালা বলেন, সামান্য সাহায্যও বিলাশকে স্বাভাবিক জীবনে ফেরাতে সক্ষম। আমরা ইতোমধ্যেই কিছু ব্যবস্থা করেছি, তবে আরও মানুষের সহযোগিতা প্রয়োজন। চা বাগানের মানুষদের নিম্নআয়ের কারণে তারা আর্থিক সহায়তা দিতে পারছেন না।

সাবেক ইউপি সদস্য যোগেন্দ্র সাঁওতাল বলেন, এই গল্প শুধু এক ব্যক্তির জীবন বাঁচানোর নয়, এটি মানবিকতার প্রতীক। সমাজের সহমর্মিতা অসহায় মানুষের জীবন রক্ষায় বিশাল ভূমিকা রাখতে পারে।

শ্রমিক নেতা স্বরজিত ফাশি যোগ করেছেন, বিলাশ একজন মানুষ, একজন চা শ্রমিক। তারও বাঁচার অধিকার রয়েছে। আমরা সবাই যদি সামান্য সহযোগিতা করি তার জীবন আবার স্বাভাবিক হতে পারে।

বিলাশ খাখার বাঁচতে চায়। তার পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। একসঙ্গে আমরা বিলাশকে নতুন জীবন উপহার দিতে পারি।

মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাশেম বলেন, বিষয়টি আমি শুনেছি। যথাযথ প্রক্রিয়ায় আবেদন করলে সহযোগিতা করা হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম