Logo
Logo
×

সারাদেশ

তফশিল ঘোষণায় নাটোরজুড়ে আনন্দ, সরানো হচ্ছে পোস্টার-ফেস্টুন

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৪ পিএম

তফশিল ঘোষণায় নাটোরজুড়ে আনন্দ, সরানো হচ্ছে পোস্টার-ফেস্টুন

তফশিল ঘোষণায় নাটোর জেলাজুড়ে বইছে আনন্দ। নিয়ম মেনে প্রার্থী ও তাদের কর্মীরা নিজ দায়িত্বে তুলে ফেলছেন নিজেদের লাগানো পোস্টার ব্যানার ও ফেস্টুন।

সাধারণ মানুষেরা বলাবলি করছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফশিল ঘোষণা হওয়ার মধ্য দিয়ে কেটে গেছে অনিশ্চয়তার গুঞ্জন।

১৫ লাখ ৪৭ হাজার ২০৬ জন ভোটারের নাটোর জেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চারটি সংসদীয় আসনে শুরু হয়ে গেছে ভোটের আমেজ।

নাটোর-২ আসনে (নাটোর সদর ও নলডাঙ্গা) বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, নির্বাচন না হওয়ার অনিশ্চয়তা কেটে গেছে। তফশিল ঘোষণার মধ্য দিয়ে সর্বস্তরের মানুষের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। কারণ তারা বিগত ২০০১ সালে নির্বাচনের পর থেকে ভোট কেন্দ্রে ভোট দিতে যেতে পারেনি।

দুপুরে বনপাড়ায় নিজের পোস্টার ব্যানার ফেস্টুন সরিয়ে নেওয়ার সময় নাটোর-৪ (বড়াইগ্রাম- গুরুদাসপুর) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আব্দুল হাকিম বলেন, তফশিল ঘোষিত হওয়ায় ভোট হওয়া না হওয়ার শঙ্কা কেটে গেছে। সুষ্ঠু ও অবাধ নির্বাচন আয়োজনে কমিশন সফল হবে বলে আশাবাদী।

জামায়াতের নাটোর সদর আসনের এমপি প্রার্থী অধ্যাপক ইউনুস আলী ও সিংড়া আসনের প্রার্থী অধ্যাপক সাইদুর রহমানকেও শুক্রবার সকালে নিজে হাতে তাদের পোস্টার ব্যানার ফেস্টুন সরিয়ে নিতে দেখা গেছে।

জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ জানিয়েছেন, কমিশন বেঁধে দেওয়া সময়ের মধ্যে বিএনপি মনোনীত প্রার্থীরা তাদের সব পোস্টার ব্যানার ফেস্টুন সরিয়ে নেবেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম