Logo
Logo
×

সারাদেশ

হাদির ওপর হামলা, মানিকগঞ্জে ছাত্র-জনতার তাৎক্ষণিক বিক্ষোভ

Icon

যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ১০:২৮ পিএম

হাদির ওপর হামলা, মানিকগঞ্জে ছাত্র-জনতার তাৎক্ষণিক বিক্ষোভ

ঢাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি ও ঘটনার নিন্দা জানিয়ে মানিকগঞ্জে ছাত্র-জনতাসহ তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে ইনকিলাব মঞ্চ।

শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যার পরে মানিকগঞ্জ জেলা শহরের রফিক চত্বর থেকে শুরু করে একটি মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মানিকগঞ্জ প্রেস ক্লাব এলাকায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় বিক্ষোভকারীরা অবিলম্বে ওসমান হাদির ওপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তারা বলেন, মুক্তচিন্তা ও প্রতিবাদের অধিকারকে স্তব্ধ করার জন্যই এ হামলা চালানো হয়েছে। এ হামলা শুধু ওসমান হাদির ওপর নয়, বরং জনগণের কথা বলার স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ। নেতারা হুঁশিয়ারি দেন- যদি অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় আনা না হয়, তবে মানিকগঞ্জসহ সারা দেশে বিপ্লবী ছাত্র-জনতা আরও কঠোর আন্দোলন গড়ে তুলবে।

এ সময় মানিকগঞ্জের বিভিন্ন বিপ্লবী ও ছাত্র সংগঠনের নেতারা সমাবেশে উপস্থিত ছিলেন। তারা এ ধরনের কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা জানান।

মিছিল শেষে মানিকগঞ্জ প্রেস ক্লাব চত্বরে রাত সোয়া ৭টার দিকে আশিকুর রহমান আশিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন- ইঞ্জিনিয়ার ইসাক আহমেদ ইকু, রমজান মাহমুদ, ওমর ফারুক, ঢাবি সাইদুজ্জামান নুর আলভী, জবি শিক্ষার্থী সামিউল ইসলাম সামি, বিপ্লবী মঞ্চের মানিকগঞ্জের মুখপাত্র এহসানুল প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম