Logo
Logo
×

সারাদেশ

ওসমান হাদি গুলিবিদ্ধ, হাসনাতের এলাকায় মশাল মিছিল

Icon

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ১০:৩২ পিএম

ওসমান হাদি গুলিবিদ্ধ, হাসনাতের এলাকায় মশাল মিছিল

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় মশাল মিছিল হয়েছে হাসনাত আবদুল্লাহর এলাকা কুমিল্লার দেবিদ্বারে।

শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় ছাত্র-জনতার উদ্যোগে এ মশাল মিছিল বের হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযুদ্ধ চত্বরে এসে সমবেত হয়।

সেখানে সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা ওসমান হাদির ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি করেন।

এ সময় শিক্ষার্থীরা ‘জ্বালো রে জ্বালো আগুন জ্বালো, হাদির ওপর হামলা কেন, প্রশাসন জবাব চাই, সন্ত্রাসীদের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, আমার ভাই হাসপাতালে ইন্টেরিম কী করে’ স্লোগান দিতে থাকেন।

শিক্ষার্থীদের প্রতিনিধি মুহতাদির যারিফ সিক্ত, সিয়াম আহমেদ ও কাজী নাছিরের নেতৃত্বে মিছিল শুরু হলে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মী, সাধারণ শিক্ষার্থী ও সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছে মিছিলে অংশ নেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম