Logo
Logo
×

সারাদেশ

নিজ হাতে ব্যানার ফেস্টুন সরালেন জামায়াত মনোনীত প্রার্থী ড. মাসুদ

Icon

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ১০:৩৭ পিএম

নিজ হাতে ব্যানার ফেস্টুন সরালেন জামায়াত মনোনীত প্রার্থী ড. মাসুদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরই নির্বাচনি আচরণবিধি মেনে চলার অংশ হিসেবে নিজের সব ব্যানার ফেস্টুন খুলে ফেলেছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণের জামায়াত ইসলামীর সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

একই সঙ্গে তিনি উপজেলাজুড়ে স্থাপন করা দলীয় ও ব্যক্তিগত সব ব্যানার ফেস্টুন অপসারণের নির্দেশ দিয়েছেন নেতাকর্মীদের।

শুক্রবার (১২ নভেম্বর) দুপুর ১২টায় কালিশুরি এসএ ইনস্টিটিউশন মাঠে এক সমাবেশে তিনি এ নির্দেশনা দেন।

জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কালিশুরি এসএ ইনস্টিটিউশন মাঠে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। বিকাল ৩টায় একই মাঠে জনসমাবেশ হওয়ার কথা থাকলেও বৃহস্পতিবার তফসিল ঘোষণার পর নির্বাচনি আচরণবিধি মেনে চলার অংশ হিসেবে ড. শফিকুল ইসলাম মাসুদ সমাবেশটি স্থগিত করেন। এ সময় তিনি নেতাকর্মীদের তার সব ব্যানার ফেস্টুন খুলে ফেলার অনুরোধ জানান এবং নিজে সমাবেশের ব্যানার খুলে দৃষ্টান্ত স্থাপন করেন।

ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, আমরা চাই সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য পরস্পরের সহযোগিতা। ডিসির পক্ষ থেকে ইতোমধ্যে আমাদের কাছে নির্দেশনা পৌঁছে দেওয়া হয়েছে। সেই নির্দেশনা ও কেন্দ্রের পক্ষ থেকে জামায়াত ইসলামের আমির ডা. শফিকুর রহমান ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তৃণমূলের দায়িত্বশীল নেতাকর্মীদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সব ব্যানার ফেস্টুন অপসারণের অনুরোধ জানিয়েছেন। প্রশাসনকে সহযোগিতা করার জন্য আজকের সমাবেশ স্থগিত করা হয়েছে।

তিনি বলেন, আমি ওয়ার্ডভিত্তিক নেতাকর্মীদের অনুরোধ করছি, যার যার অবস্থান থেকে আমাদের সব ব্যানার ফেস্টুন খুলে ফেলতে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম