Logo
Logo
×

সারাদেশ

কোনো অপচেষ্টা করে নির্বাচন বানচাল করা যাবে না: ডা. শাহাদাত

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ১০:৩৯ পিএম

কোনো অপচেষ্টা করে নির্বাচন বানচাল করা যাবে না: ডা. শাহাদাত

ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, আমরা যখন চট্টগ্রামে সভা করছি, তখন ঢাকা-৮ আসনের ওসমান হাদি হয়তো আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তফসিল ঘোষণার পরপরই যারা বলেছিল নির্বাচন হতে দেওয়া হবে না, তারা নানা কর্মকাণ্ড শুরু করেছে। যারা মুখে গণতন্ত্রের কথা বলে, কিন্তু নানান অপকর্মের মাধ্যমে নির্বাচন ব্যাহত করতে চায়, বাংলাদেশের মানুষ তাদের ক্ষমা করবে না। এসব করে কেউ পার পাবে না এবং নির্বাচন পিছিয়ে দেওয়া সম্ভব নয়। কোনো অপচেষ্টা করে নির্বাচন বানচাল করা যাবে না।

শুক্রবার বিকালে নগরীর কাজীর দেউরী নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের মাঠে চট্টগ্রাম-৯ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আবু সুফিয়ানের সমর্থনে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শাহাদাত বলেন, দেশনায়ক তারেক রহমান ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন। আগামী নির্বাচনে জনগণের ম্যান্ডেন্ট নিয়ে বিএনপি ইনশাআল্লাহ ক্ষমতায় আসবে। অভিজ্ঞতা সম্পন্ন রাজনৈতিক দলই রাষ্ট্র পরিচালনা করতে পারে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি তিনবার দেশ পরিচালনা করেছে। তাই অভিজ্ঞতার জায়গা থেকে বিএনপিই জনগণের রাষ্ট্র পরিচালনার যোগ্য দল।

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটনের পরিচালনায় এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম-৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আবু সুফিয়ান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। সভায় ৯ আসনের অন্তর্ভুক্ত ১৪টি ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম