চুরি হওয়া স্বর্ণালংকারসহ বাবা-ছেলে গ্রেফতার
বাগমারা (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ১০:৪২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বাগমারার হাটগাঙ্গোপাড়া বাজারের ব্রাদার্স জুয়েলার্স দোকান থেকে চুরি হওয়া স্বর্ণালংকারসহ বাবা-ছেলেকে আটক করা হয়েছে। আটকরা হলেন- আউচপাড়া ইউনিয়নের শিহালী গ্রামের দুলাল হোসেন ও তার ছেলে আরাফাত রহমান।
থানার ওসি সাইদুল আলম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২০ সেপ্টেম্বর রাতে হাটগাঙ্গোপাড়া বাজারের ব্রাদার্স জুয়েলার্সের কারখানার ভেন্টিলেটর ভেঙে ছয়শ ভরি চাঁদিসহ স্বর্ণ চুরি হয়। এ ঘটনায় ব্রাদার্স জুয়েলার্সের স্বত্বাধিকারী আসলাম হোসেন থানায় একটি জিডি করেন।
ওই জিডির সূত্র ধরে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার ও চোরকে শনাক্ত করতে পুলিশ ও গোয়েন্দা বিভাগের সদস্যরা তৎপর হয়ে উঠেন। এছাড়া এ বিষয়ে জুয়েলার্স মালিক সমিতির পক্ষ থেকেও রাজশাহী, নাটোর, নওগাঁ, বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলের জুয়েলার্স দোকান মালিকদের অবহিত করা হয়।
এর একপর্যায়ে মান্দার চৌবাড়িয়া বাজারে একটি স্বর্ণের দোকানে চুরি হওয়া স্বর্ণালংকার বিক্রয়ের তথ্য পায় গোয়েন্দা বিভাগের লোকজন। গোয়েন্দা বিভাগের ওই তথ্যের ভিত্তিতে গত বুধবার পুলিশ নিজ বাড়ি থেকে দুলাল হোসেনকে আটক করে কারাগারে পাঠায়। এরপর দুলাল হোসেনের ছেলে আরাফাত রহমান শুক্রবার দুপুরে হাটগাঙ্গোপাড়া বাজারে সাজ্জাদ জুয়েলার্সে ব্রাদার্স জুয়েলার্স থেকে চুরি হওয়া স্বর্ণালংকার বিক্রয় করতে যায়।
এ সময় গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ১১ ভরি চোরাই চাঁদিসহ তাকে হাতেনাতে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ব্রাদার্স জুয়েলার্সের কারখানার ভেন্টিলেটর ভেঙে স্বর্ণ ও চাঁদি চুরির কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে।
