Logo
Logo
×

সারাদেশ

অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল দুই ট্রেন

৩ সদস্যের তদন্ত কমিটি গঠন

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ১০:৪৪ পিএম

অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল দুই ট্রেন

পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি স্টেশনে বড় দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে যাত্রীবাহী দুটি আন্তঃনগর ট্রেন। এক লাইনে দুটি ট্রেন মুখোমুখি হয়েও ট্রেনের গতি কম থাকায় একটি ট্রেনের চালকের সর্তকতায় বড় কোনো দুর্ঘটনা থেকে রক্ষা পায় দুটি ট্রেনে থাকা কয়েক হাজার।

এ ঘটনায় পাকশী বিভাগীয় রেলওয়ের পক্ষ থেকে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে ঈশ্বরদী-ঢাকা রুটের মুলাডুলি রেলওয়ে স্টেশনের অদূরে এ ঘটনা ঘটে।

পশ্চিম রেলের পাকশী বিভাগীয় রেলওয়ে ট্রেন কন্ট্রোল অফিস সূত্র জানায়, শুক্রবার (১২ ডিসেম্বর) বেলা ১১টা ২০ মিনিটের দিকে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস মুলাডুলি রেলস্টেশন অতিক্রম করে ঢাকা অভিমুখে যাচ্ছিল। নীলসাগর এক্সপ্রেস ট্রেন লুপ লাইনে এসে মুলাডুলি রেলস্টেশনে স্টপেজ হওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময় থেকে কিছুটা বিলম্বে নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি আসার কারণেই  চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি লাইনে ঢুকে পড়ে। পরে নীলসাগর এক্সপ্রেস ট্রেন লুপ লাইনে নিয়ে আসা হয়। এটা একই লাইনে দুটি ট্রেন মুখোমুখির ঘটনা না।

পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহণ কর্মকর্তা (ডিটিও) হাসিনা খাতুন জানান, মুলাডুলি রেলস্টেশনে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের সাথে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ক্রসিং হওয়ার কথা ছিল। নিয়ম অনুযায়ী নীলসাগর এক্সপ্রেস ট্রেন মুলাডুলি রেলস্টেশনে স্টপেজ থাকায় তাকে স্টেশন প্লাটফর্মে নেওয়ার কথা ছিল। সে অনুযায়ী মেইন লাইনের চিলাহাটি এক্সপ্রেস প্লাটফর্মে না দাঁড়িয়ে একটু এগিয়ে যায়। ট্রেনচালক সিগন্যাল অমান্য করেছিলেন কিনা তা তদন্ত কমিটি খতিয়ে দেখবে।

এদিকে দুটি ট্রেনের মুখোমুখি হওয়ার অবস্থায় দুটি ট্রেনে থাকা শত শত যাত্রী জীবনের ভয়ে কান্নাকাটি, হৈচৈ করতে থাকেন; কিন্তু শেষপর্যন্ত কোন দুর্ঘটনা ছাড়াই পরিস্থিতি সামাল দেওয়ায় যাত্রীরা স্বস্তির নিঃশ্বাস ফেলেন।

পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) লিয়াকত শরীফ খান জানান, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। তবে প্রকৃত ঘটনাটি হলো- একই লাইনে একটি ট্রেন এসে লুপ লাইনে ঢুকে যাবে, অন্যটি অতিক্রম করবে। কিন্তু লুপ লাইনের নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি সামান্য কিছু সময় বিলম্ব হওয়ার কারণে মনে হচ্ছিল যে দুর্ঘটনা ঘটবে, এমনটা না। এ ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম