Logo
Logo
×

সারাদেশ

রাত সাড়ে ১১টা পর্যন্ত দোকান খোলা রাখার দাবি

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ১০:৫১ পিএম

রাত সাড়ে ১১টা পর্যন্ত দোকান খোলা রাখার দাবি

ফাইল ছবি

সিলেটে মুদি দোকান, কাঁচাবাজার ও দরগাহ বাজার এলাকার দোকানপাট রাত সাড়ে ১১টা পর্যন্ত খোলা রাখার দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। এছাড়া রাতে ব্যবসায়িক নিরাপত্তা জোরদারে প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে।

নগরীর বারুতখানার একটি পার্টি সেন্টারে বাংলাদেশ দোকান মালিক সমিতি ও সিলেট জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় এই দাবি জানানো হয়।

সভায় বক্তারা বলেন, বর্তমানে রাত সাড়ে ৯টার মধ্যে দোকান বন্ধ হওয়ায় সাধারণ মানুষ ও পর্যটকরা নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কেনাকাটায় অসুবিধায় পড়ছেন। বিশেষ করে হযরত শাহজালাল (রহ.) মাজারসংলগ্ন দরগাহ বাজারে পর্যটকরা রাতে কেনাকাটা করতে পারছেন না, ফলে ঐতিহ্যবাহী পণ্য বিক্রি কমছে।

সভায় বক্তব্য রাখেন- সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আতিকুর রহমান আতিক, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

মতবিনিময় সভা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম