Logo
Logo
×

সারাদেশ

গাজীপুরে বাবুলের সমর্থনে মশাল মিছিল

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ১০:৫২ পিএম

গাজীপুরে বাবুলের সমর্থনে মশাল মিছিল

ছবি: যুগান্তর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-১ আসনে বিএনপি থেকে ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুলকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়ে একটি বিশাল মশাল মিছিল করেছেন বাসন থানা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সামনে থেকে মিছিলটি শুরু হয় এবং ৭টায় জয়দেবপুরের চান্দনা চৌরাস্তায় গিয়ে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন মো. খায়রুল ইসলাম, নজরুল ইসলাম ও আলমগীর হোসেনসহ কয়েকশ নেতাকর্মী। তাদের দাবি বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতায় বিএনপির নেতাকর্মী এবং দেশবাসী যখন উদ্বিগ্ন ঠিক তখন একটি ষড়যন্ত্রের মাধ্যমে গাজীপুর-১ আসনে একজন বিতর্কিত নেতাকে দলের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। ওই নেতার বিগত দিনের কর্মকাণ্ডে ব্যাপক সমালোচনা রয়েছে। তারা পূর্বে ঘোষিত ওই প্রার্থীর মনোনয়ন পরিবর্তন করে বিএনপি ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুলকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম