Logo
Logo
×

সারাদেশ

গাজীপুরে ধানের শীষের পক্ষে গণমিছিল

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:২৫ এএম

গাজীপুরে ধানের শীষের পক্ষে গণমিছিল

টঙ্গী বাজার এলাকা থেকে মিছিলটি বের হয়ে কলেজ গেট এলাকায় গিয়ে মিছিলটি শেষ করা হয়। সংগৃহীত ছবি

গাজীপুরের টঙ্গীতে ধানের শীষের পক্ষে বিশাল গণমিছিল হয়েছে। ‌শুক্রবার (১২ ডিসেম্বর) বিকালে টঙ্গী বাজার এলাকা থেকে মিছিলটি বের হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে স্টেশন রোড মিলগেট হয়ে কলেজ গেট এলাকায় গিয়ে মিছিলটি শেষ করা হয়। 

এতে টঙ্গী পশ্চিম, টঙ্গী পূর্ব, গাজীপুর সদর ও গাছা থানা বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মীরা অংশ নেয়। এর আগে সকাল থেকেই গাজীপুর দুই আসনের প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি টঙ্গীর বিভিন্ন নেতাদের বাসা বাড়িতে, মসজিদে ও টঙ্গী বাজার এলাকায় বিভিন্ন স্তরের লোকজনের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

টঙ্গী বাজার মসজিদে জুমার নামাজের আগে প্রার্থী মঞ্জুরুল করিম রনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য এবং মরহুম মেয়র অধ্যাপক এম এ মান্নানের আত্মার জন্য দোয়া প্রার্থনা করেন।

এসময় নির্বাচনে ধানের শীষে ভোট প্রার্থনা করে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে মঞ্জুরুল করিম রনি জানান, এই অঞ্চলের মানুষের সেবা করতে চান। অধ্যাপক এম এ মান্নানের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে চান।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম