গাজীপুর সদরে শতাধিক ব্যক্তির বিএনপিতে যোগদান
গাজীপুর ও জয়দেবপুর প্রতিনিধি
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৫ এএম
সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নে ৪ ও ৫ নং ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তি বিএনপিতে যোগদান করেছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে গাজীপুর সদর উপজেলা ভবানীপুর ইরফান এন্টারপ্রাইজ তিন ভাই টাইলস মার্কেটে কেন্দ্রীয় বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, গাজীপুর-৩ আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুর হাতে ফুলের তোড়া দিয়ে শতাধিক স্থানীয় ব্যক্তিবর্গ বিএনপিতে যোগদান করেন।
এ উপলক্ষে আয়োজিত যোগদান অনুষ্ঠানে গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসল্লীর সভাপতিত্ব করেন। সদস্য সচিব আবু বকর সিদ্দিক চেয়ারম্যানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর-৩ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক ডা এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
বিশেষ অতিথি ছিলেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও গাজীপুর সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন রিজভী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য সাহাবউদ্দিন, কাজী শহিদুল্লাহ, গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক নূরুল আমিন মাস্টার, গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক সদস্য ও ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবিন, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য মিজানুর রহমান খোকন, সদর উপজেলা জাসাস এর আহ্বায়ক মুকুল মিয়া ও সদস্য সচিব জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা আবু সাইম মোল্লাহ, আয়নল হক ভুঁইয়া, রফিকুল ইসলাম ফকির। সদ্য বিএনপিতে যোগদানকারী নজরুল ইসলাম ভান্ডারী, আবদুর রহমান তোতা, মনির খান, প্রতিরাম বর্মন, হামিদুল ইসলাম, মাহবুব ফকিরসহ শতাধিক নেতাকর্মী।
