হাদিকে গুলি: আখাউড়া সীমান্তে সর্বোচ্চ সতর্কাবস্থায় বিজিবি
আখাউড়া প্রতিনিধি
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:০৬ পিএম
সীমান্তে বিজিবির টহল। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ পদপ্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের দেশত্যাগ রোধে সর্বোচ্চ সতর্কতা গ্রহণে কঠোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ নির্দেশের পর সন্ত্রাসীদের ধরতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন ও পূর্বাঞ্চল সীমান্তের ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা এলাকায় সতর্কাবস্থায় রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
শনিবার (১৩ ডিসেম্বর) বিজিবি বলছে, শরিফ ওসমান হাদির ওপর হামলাকারী সন্ত্রাসীরা দেশত্যাগ রোধে পূর্বাঞ্চল সীমান্তের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টসহ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (৬০ বিজিবি) সর্বোচ্চ সতর্কাবস্থায় তল্লাশি অভিযান ও নজরদারি বৃদ্ধি করেছে।
শুক্রবার দুপুরে শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় এদিন রাতেই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য এবং আইনশৃঙ্খলা ও নিরাপত্তাবাহিনীর গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের নিয়ে একটি জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস হামলাকারীদের দেশত্যাগ রোধে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা গ্রহণে কঠোর নির্দেশনা দেন।
-693d64da66e1c.jpg)
বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ওসমান হাদির ওপর হামলাকারীরা যাতে কোনোভাবেই দেশ ছাড়তে না পারে, সীমান্তে এখনই সর্বোচ্চ তদারকি নিশ্চিত করতে হবে। হাদির ওপর হামলাকে তিনি গণতান্ত্রিক অভিযাত্রার ওপর সুপরিকল্পিত আঘাত হিসেবে উল্লেখ করে দ্রুততম সময়ের মধ্যে দায়ীদের গ্রেফতারের নির্দেশ দেন।
ওই বৈঠকে আইন উপদেষ্টা আসিফ নজরুল, স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী মো. সায়েদুর রহমান, প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, পুলিশ, সশস্ত্র বাহিনী ও গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
হাদির ওপর হামলাকারীরা যেন দেশ থেকে পালিয়ে যেতে না পারে, সেজন্য বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি ৬০) ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে।
আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট ইনচার্জ ওসি আব্দুস সাত্তার যুগান্তরকে বলেন, গেল বছর ৫ আগস্টের পর থেকেই আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে সতর্কতার সঙ্গে পাসপোর্টধারী যাত্রীদের যাচাই-বাছাই করে পারাপার করা হচ্ছে। এ পথে কোনো অপরাধীই যেন দেশত্যাগ করতে না পারে ইমিগ্রেশন পুলিশ সর্বোচ্চ সতর্কতায় রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান যুগান্তরকে জানান, ঢাকায় ঘটে যাওয়া ঘটনায় জড়িত কোনো সন্ত্রাসী যাতে সীমান্ত অতিক্রম করতে না পারে, সীমান্তে নিচ্ছিদ্র নিরাপত্তা ও অপতৎপরতা রোধে সম্পূর্ণ প্রস্তুত এবং সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে বিজিবি। সীমান্ত এলাকায় যে কোনো অপরিচিত লোকসমাগম এবং যানবাহনগুলো তল্লাশির মাধ্যমে অপরাধীদের শনাক্ত করার কার্যক্রম চলছে বলেও তিনি জানিয়েছেন।
