Logo
Logo
×

সারাদেশ

আচরণবিধি লঙ্ঘন, বিএনপি প্রার্থীকে জরিমানা

Icon

লোহাগাড়া দ. (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৯ পিএম

আচরণবিধি লঙ্ঘন, বিএনপি প্রার্থীকে জরিমানা

বিএনপি প্রার্থীর গাড়িবহর। ছবি: যুগান্তর

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম-১৫ (লোহগাড়া-সাতকানিয়া একাংশ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকালে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছান।

জানা যায়, চট্টগ্রাম-১৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিন নেতাকর্মীদের নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত একটি দোয়া মাহফিলে অংশ নিতে যাচ্ছিলেন। এ সময় মহাসড়কে যানজট সৃষ্টি ও তার সঙ্গে একাধিক নেতাকর্মীর উপস্থিতি এবং আচরণবিধি পরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগ ওঠে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছান বলেন, তফশিল ঘোষণার পর বিএনপি প্রার্থী নাজমুল মোস্তফা আমিন মোটরসাইকেল শোডাউন করে মহাসড়কে যানজট সৃষ্টি ও নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করেছেন। এ অপরাধে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম