Logo
Logo
×

সারাদেশ

হরিরামপুরে ঈশ্বরচন্দ্র বিদ্যালয়ে শতবর্ষ পূর্তিতে মিলনমেলা

Icon

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:১০ পিএম

হরিরামপুরে ঈশ্বরচন্দ্র বিদ্যালয়ে শতবর্ষ পূর্তিতে মিলনমেলা

ছবি: যুগান্তর

মানিকগঞ্জের ইব্রাহিমপুর ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষ্যে উৎসবের আমেজে মেতে ওঠে পুরো বিদ্যালয় প্রাঙ্গণ। শত বছরের গৌরবময় এ আয়োজনকে কেন্দ্র করে সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিদ্যালয় চত্বর পরিণত হয় এক স্মরণীয় মিলনমেলায়।

‘এসো মিলি শেকড়ের টানে’ স্লোগানকে সামনে রেখে শনিবার বেলা ১১টায় জাতীয় সংগীতের সঙ্গে পতাকা উত্তোলনের মাধ্যমে শতবর্ষ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এর আগে বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থীর অংশগ্রহণে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়।

শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিআইপি আইয়ুব খান। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রিতা। দিনব্যাপী আয়োজিত উৎসবে বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের প্রায় ১০ হাজার সাবেক শিক্ষার্থী অংশ নেন। দীর্ঘদিন পর প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে এসে তারা শিক্ষক ও সহপাঠীদের সঙ্গে স্মৃতিচারণায় মেতে ওঠেন। বিকালে আয়োজিত বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ, গান ও আবৃত্তির পরিবেশনা দর্শনার্থীদের মুগ্ধ করে।

অংশগ্রহণকারীরা মনে করেন, এ শতবর্ষ উদযাপন একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ইতিহাসের পাশাপাশি একটি অঞ্চলের শিক্ষা, ঐতিহ্য ও স্মৃতির মিলনমেলায় পরিণত হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম