Logo
Logo
×

সারাদেশ

বিকাশ কর্মীকে গুলি করে ১৫ লাখ টাকা ছিনতাই

Icon

টঙ্গী পূর্ব (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ১১:২৪ পিএম

বিকাশ কর্মীকে গুলি করে ১৫ লাখ টাকা ছিনতাই

প্রতীকী ছবি

গাজীপুরের টঙ্গীতে বিকাশের কর্মীকে গুলি করে প্রায় ১৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টঙ্গীর আনারকলি রোডে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ বিকাশ এজেন্টের কর্মচারী আরিফ হোসেন (৩৫) টঙ্গীর দত্তপাড়া হাউজ বিল্ডিং এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। এসময় আহত সহকারীর নাম আজাদ, তিনি একই এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, আরিফ একজন বিকাশ এজেন্টের কর্মচারী। তিনি তার সহকারী আজাদকে নিয়ে টঙ্গী বাজারের বিভিন্ন বিকাশের দোকান থেকে এজেন্টের ১৪ লাখ ৭৭ হাজার টাকা তোলে টঙ্গী পূর্ব থানাধীন আনারকলি রোডের ৮নং মা সফুরুন্নেছা সুপার মার্কেটের সামনে আসেন। সেখানে আসা মাত্রই আগে থেকে উৎপেতে থাকা ছিনতাইকারীর প্রথমে আরিফ হোসেনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ভুক্তভোগীর ডান পাশে বুকের নিচে গুলি লাগে এবং বাম পাশে বুকে গুলির স্লিপ করা দাগ সৃষ্টি হয়। একই সময়ে, সন্ত্রাসীরা ভুক্তভোগীর সহকারী আজাদকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। ​এতে তারা দুজন গুরুতর আহত হলে ছিনতাইকারীরা তাদের কাছে থাকা প্রায় ১৫ লাখ টাকা ছিনতাই করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ​আশপাশের লোকজন আরিফ হোসেন ও আজাদকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যায়।

টঙ্গী সরকারি হাসপাতালের সহকারী সার্জন ডা. মোসা. নাহিদা সুলতানা জানান, গুলিবিদ্ধ আহতকে রক্তক্ষরণ বন্ধ করার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অপর জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান যুগান্তরকে বলেন, গুলি করে ১৪ লাখ ৭৭ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম