দুর্বৃত্তের আগুনে ছাই কৃষকের ৩টি গরু
গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ১০:২৭ এএম
ফাইল ছবি।
|
ফলো করুন |
|
|---|---|
শরীয়তপুর গোসাইরহাটে দুর্বৃত্তদের আগুনে পুড়ে কৃষক কাউছার ঢালীর ৩টি গরু মারা গেছে।এছাড়াও আগুনে গোয়ালঘর ও রান্নাঘর পুড়ে ছাই হয়ে গেছে।
শনিবার (২০ ডিসেম্বর) রাত সোয়া ১১টায় উপজেলার গোসাইরহাট ইউনিয়নের খাগদি গ্রামে কাউছার ঢালীর বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী কৃষকের দাবি এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, গোয়ালঘরে ৩টি গরু ছিল। শনিবার রাত ৯টায় গরুগুলিকে খর দিয়ে পরিবারের সবাই ঘুমাতে যান। রাত সোয়া ১১টার দিকে ঘুম ভেঙে গেলে তিনি গোয়ালঘরে আগুন জ্বলতে দেখেন। এতে চিৎকার দিলে বাড়ির লোকজন জড়ো হয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে গোসাইরহাট ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিভালেও এর আগেই রান্নাঘর ও গোয়ালঘর পুড়ে ছাই হয়ে যায়।এ সময় গোয়ালঘরে থাকা ৩টি গরুই পুড়ে মারা যায়।
তবে ভুক্তভুগী পরিবারের দাবি, আগুন দেওয়ার ঘটনাটি পরিকল্পিত। ধারণা করা হচ্ছে পেট্টোল ঢেলে আগুন লাগিয়ে গরুগুলোকে হত্যা করা হয়েছে, এছাড়াও রান্নাঘরটি পুরে ছাই হয়ে গেছে। এতে ক্ষয়ক্ষতি আনুমানিক আড়াই লাখ টাকা।
গোসাইরহাট ফায়ার ষ্টেশন লিডার ফারুক আহমেদ বলেন, কাশিখন্ড ঢালিকান্দি গ্রামে আগুন লাগার খবর শুনে ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রণ করি। রান্নাঘরে পুড়ে গেছে পাশে গোয়ালঘরে থাকা তিনটি গরু আগুনে পুড়ে মারা যায়।
গোসাইরহাট থানার উপপরিদর্শক শাহ আলম বলেন, অজ্ঞাত কারণে রান্নাঘর ও গোয়ালঘরে আগুনের ঘটনা ঘটে। এতে তিনটি গরু পুড়ে মারা গেছে। ভুক্তভোগীদের দাবি শত্রুতা করে আগুন লাগানো হয়েছে। তারা থানায় লিখিত অভিযোগ করার কথা জানিয়েছেন।
গোসাইরহাট থানার ওসি মো.আজিজুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

