Logo
Logo
×

সারাদেশ

অপারেশন ডেভিলহান্টে যুবলীগ নেতা গ্রেফতার

Icon

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ০২:৪৭ পিএম

অপারেশন ডেভিলহান্টে যুবলীগ নেতা গ্রেফতার

গ্রেফতারকৃ্ত ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন (৫০)। ছবি: যুগান্তর

রংপুরের বদরগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত অপারেশন ডেভিলহান্ট ফেজ-টু অভিযানের অংশ হিসেবে কার্যক্রম নিষিদ্ধ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিনকে (৫০) গ্রেফতার করেছে থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২০ ডিসেম্বর) দিবাগত রাতে রাধানগর ইউনিয়নের লালদীঘি এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। 

বদরগঞ্জ থানার ওসি মো. হাসান জাহিদ সরকার জানান, অপারেশন ডেভিলহান্ট ফেজ-টু অভিযানে ইউনিয়ন যুবলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে রংপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম