বাসের ধাক্কায় প্রাণ গেল প্রবাসীর
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ০৬:০২ পিএম
মো. শফিউল আলম আয়াজ। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. শফিউল আলম আয়াজ (২৭) নামে মোটরসাইকেল আরোহী এক প্রবাসীর মৃত্যুর খবর পাওয়া গেছে।
রোববার (২১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগাম-কক্সবাজার মহাসড়কের ফাঁসিয়াখালী ঢালার ছগিরশাহকাটা নতুন মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আয়াজ চকরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের পুরাতন বাসস্টেশনপাড়ার মো. সেলিম উদ্দিনের ছেলে এবং দুবাই প্রবাসী। তিনি পেশায় দর্জি ছিলেন বলে জানা গেছে।
মালুমঘাট হাইওয়ে থানার ওসি মেহেদী হাসান জানান, সড়ক দুর্ঘটনায় নিহত আয়াজের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং বাসটি জব্দ করা হয়েছে।
