Logo
Logo
×

সারাদেশ

টাঙ্গাইলে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে শপথ নিলেন বিএনপি-জামায়াতসহ বিভিন্ন দলের প্রার্থীরা

Icon

যুগান্তর প্রতিবেদন, টাঙ্গাইল

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ০৬:০৬ পিএম

টাঙ্গাইলে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে শপথ নিলেন বিএনপি-জামায়াতসহ বিভিন্ন দলের প্রার্থীরা

ছবি: যুগান্তর

টাঙ্গাইলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে শপথ পাঠ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। 

রোববার (২১ ডিসেম্বর) দুপুরে শহরের একটি রেস্তোরাঁয় আন্তঃদলীয় সম্প্রীতি সংলাপ অনুষ্ঠানে প্রার্থীরা এ শপথ বাক্য পাঠ করেন। 

ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- টাঙ্গাইল-৫ (সদর) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আহসান হাবিব মাসুদ, গণসংহতি আন্দোলনের প্রার্থী ফাতেমা রহমান বীথি, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী মাসুদুর রহমান রাসেল। 

ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সভাপতি একেএম মনিরুল হক ভিপি মনিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন- সংগঠনটির ময়মনসিংহ বিভাগের ম্যানেজার নার্গিস আক্তার, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক খন্দকার তৌহিদুল ইসলাম বাবু। 

অনুষ্ঠানে সম্প্রতির সংলাপ পাঠ করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের জেলার সহ-সভাপতি রকসি মেহেদী। এ সময় জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, রাজনৈতিক নেতা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। 

সংলাপে পারস্পরিক সম্মান ও রাজনৈতিক সৌজন্য বজায় রাখা, দলের সব পর্যায়ের নেতাকর্মীদের প্রতি শান্তি বজায় রাখার নির্দেশনা ও আন্তরিক আহ্বান জানানো হয়। দলে বা এলাকায় কোনো রাজনৈতিক দ্বন্দ্ব তৈরি হলে, তা নিরসনে সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের প্রতিশ্রুতি দেন রাজনৈতিক দলের প্রার্থীরা। 

এছাড়া সম্ভাব্য সংঘাতের ঝুঁকি দেখা দিলে দ্রুত যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে তা প্রশমিত করতে উদ্যোগ গ্রহণ করা হয়। যদি কোনো ধরনের সহিংসতার পূর্বাভাস লক্ষণীয় হয় তবে তা দ্রুততার সঙ্গে প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ করতে সচেষ্ট থাকা এবং ভিন্ন দল থেকে সহিংসতার সূত্রপাত হলে আক্রমাণত্মক না হয়ে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে সচেষ্ট থাকার কথাও বলেন রাজনৈতিক দলের নেতারা। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম