Logo
Logo
×

সারাদেশ

পত্রিকা অফিসে আগুন ও নূরুল কবীরের ওপর হামলার প্রতিবাদ

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ০৬:১২ পিএম

পত্রিকা অফিসে আগুন ও নূরুল কবীরের ওপর হামলার প্রতিবাদ

প্রথম আলো, ডেইলি স্টার অফিসে অগ্নিসংযোগ ও নিউ এজ সম্পাদক নূরুল কবীরকে হেনস্তা করার প্রতিবাদে গাজীপুর প্রেস ক্লাবের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন হয়েছে।

রোববার দুপুর ১২টায় গাজীপুর প্রেস ক্লাবের সামনের সড়কে অনুষ্ঠিত ওই মানববন্ধনে প্রেস ক্লাবের তত্ত্বাবধায়ক মণ্ডলীর আহ্বায়ক কমিটির সদস্য ও দৈনিক দিনকালের সিনিয়র স্টাফ রিপোর্টার দেলোয়ার হোসেন সভাপতির বক্তব্যে বলেন, শরীফ ওসমান হাদির কফিন সামনে রেখে দেশপ্রেমের পরিচয় দিতে পারতেন; কিন্তু তা না করে সংবাদপত্র ও প্রবীণ এক সাংবাদিকের ওপর হামলা করা হয়েছে। এসব হামলার মূল উদ্দেশ্য জনগণ বুঝে গেছে। নির্বাচন বানচাল করতেই এ ধরনের অরাজকতা সৃষ্টি করা হচ্ছে।

তিনি অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়ে বলেন, সাংবাদিকরা বেঁচে থাকতে দেশে মব সৃষ্টির চেষ্টা সফল হতে দেওয়া হবে না।

দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি ও প্রেস ক্লাবের তত্ত্বাবধায়কমণ্ডলীর সদস্য শাহ সামসুল হক রিপন বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য পরিকল্পিতভাবে শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার চেষ্টা চলছে। বিশ্ব মিডিয়ায় বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্র হিসেবে উপস্থাপনের অপচেষ্টা করা হচ্ছে। সরকারকে এসব কঠোর হাতে নিয়ন্ত্রণের আহ্বান জানান।

এটিএন নিউজের স্টাফ রিপোর্টার মাজহারুল ইসলাম মাসুম বলেন, যারা বাংলাদেশের সার্বভৌমত্ব চায় না, তারাই প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের অফিসে আগুন দিয়েছে। হামলাকারীদের ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন জায়গায় রয়েছে। ফুটেজ দেখে অবিলম্বে তাদের গ্রেফতার করতে হবে। ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার না হলে আমরা আবারও আন্দোলনে যেতে বাধ্য হবো।

মানববন্ধনে দ্য ডেইলি স্টার, প্রথম আলো, কালের কণ্ঠ, সমকাল, একাত্তর টিভি, যুগান্তর, মানবজমিন, দেশ রূপান্তর, দিনকাল, আরটিভি, দ্বীপ্ত টিভি, বাংলা ভিশন, সকালের সময়, প্রতিদিনের বাংলাদেশ, আজকের জনতাসহ বিভিন্ন গণমাধ্যমের শতাধিক সাংবাদিক অংশ নেন এবং বক্তব্য রাখেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম