Logo
Logo
×

সারাদেশ

তারেক রহমানকে কটাক্ষ করে পোস্ট, প্রধান শিক্ষক শোকজ

Icon

সোনাগাজী (ফেনী) দক্ষিণ প্রতিনিধি

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ০৬:২৬ পিএম

তারেক রহমানকে কটাক্ষ করে পোস্ট, প্রধান শিক্ষক শোকজ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটাক্ষ করে ফেসবুকে পোস্ট দেওয়ায় সোনাগাজী আল-হেলাল একাডেমির প্রধান শিক্ষক ওমর ফারুককে শোকজ করা হয়েছে। এছাড়া শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছেন বলেও জানিয়েছেন আল-হেলাল সোসাইটির সেক্রেটারি ও পৌর জামায়াতের সেক্রেটারি মো. মহসিন ভূঞা।

তিনি আরও বলেন, ভুল বুঝতে পেরে ওমর ফারুক ফেসবুকে দেওয়া তার স্ট্যাটাস মুছে ফেলেছেন।

এদিকে তার অপসারণ ও দৃষ্টান্তমূলক শান্তি দাবি করে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে সোনাগাজী পৌর বিএনপি। আহ্বায়ক মঞ্জুর হোসেন বাবর ও সদস্য সচিব নিজাম উদ্দিন ওই প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন।

পৌর বিএনপির আহ্বায়ক মঞ্জুর হোসেন বাবর বলেন, ওমর ফারুক আগে আওয়ামী লীগ করতেন। বিদ্যালয়টি বাণিজ্য কেন্দ্র বানিয়ে তিনি বহু টাকার মালিক বনে গেছেন। ফেনী ও ঢাকাসহ বিভিন্নস্থানে জমি ফ্ল্যাট ক্রয় করেছেন। তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

সদস্য সচিব নিজাম উদ্দিন বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে নিজাম হাজারীকে ধরে তিনি বিদ্যালয়টির প্রধান শিক্ষক পদ বাগিয়ে নেন। তিনি এখন রীতিমতো জামায়াত নেতার ভূমিকায় অবতীর্ণ হয়ে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছেন। তাকে বিদ্যালয় থেকে অপসারণ করে শাস্তি নিশ্চিত করতে হবে।

এছাড়া তার দৃষ্টান্তমূলক শান্তি ও অপসারণ দাবি করে ছাত্রদল, যুবদলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় উঠেছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম