তাহিরপুরে আ.লীগ নেতা গ্রেফতার
যুগান্তর প্রতিবেদন, তাহিরপুর
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ০৬:২৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
সুনামগঞ্জের তাহিরপুরে আওয়ামী লীগ নেতা ইউপি সদস্য মোফাজ্জল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার দক্ষিণ শ্রীপুর মানিকখিলা গ্রামের কপিল উদ্দিনের ছেলে ও ওই ইউনিয়নের সদস্য।
রোববার ভোরে উপজেলার শনির হাওড় তীরবর্তী ধুমাল থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
দুপুরে গ্রেফতার মোফাজ্জল হোসেনকে ২০২৪ সালের ১৬ ডিসেম্বর রাতে দায়েরকৃত একটি নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।
সুনামগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল এ তথ্য নিশ্চিত করেন।
