কার্যক্রম নিষিদ্ধ খাগড়াছড়ি জেলা আ.লীগের নেতা আটক
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ০৮:১৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
খাগড়াছড়িতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা রূপন কান্তি বড়ুয়াকে (৬২) আটক করেছে পুলিশ। শনিবার রাতে শাপলা চত্বরে খাগড়াছড়ি সদর থানা পুলিশ ও ডিবি পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করে।
আটক রূপন কান্তি বড়ুয়া জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক। তিনি সদরের শান্তিনগর (কলোনিপাড়া) এলাকার মৃত ফরিন্দ্র লাল ত্রিপুরা ও মৃত পিঙ্গলা বালা বড়ুয়ার ছেলে।
খাগড়াছড়ি সদর থানার ওসি মোহাম্মদ কায় কিসলু বলেন, আটক রূপন কান্তি বড়ুয়াকে আদালতে সোপর্দ করা হয়েছে। তাকে দুইটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
