Logo
Logo
×

সারাদেশ

সড়কে বাইক পুড়ে ছাই, কলেজছাত্র নিহত

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ০৮:২৮ পিএম

সড়কে বাইক পুড়ে ছাই, কলেজছাত্র নিহত

বগুড়ার শাজাহানপুরে ট্রাকের নিচে পড়ে মোটরসাইকেল পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো. রোহান মিয়া (১৮) নামে এক কলেজছাত্র মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেল আরোহী তার সহপাঠী বন্ধু আহত হন।

রোববার দুপুরে উপজেলার আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ বি-ব্লক এলাকায় মহাসড়কের উড়াল সেতুর উপর এ দুর্ঘটনা ঘটে।

ট্রাকের নিচে আটকেপড়া মোটরসাইকেল আগুন লেগে পুড়ে যায়। এ সময় আগুনে ট্রাকও ক্ষতিগ্রস্ত হয়েছে।

হাইওয়ে পুলিশ শেরপুর থানার ওসি রইচ উদ্দিন এ তথ্য দিয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত রোহান মিয়া বগুড়ার শেরপুর উপজেলার নয়াপাড়া বাগানবাড়ি গ্রামের আশু মিয়ার ছেলে। তিনি শেরপুর ডিগ্রি কলেজে উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র। সহপাঠী বন্ধু আহত মারুফ হোসেন (১৮) একই এলাকার বাবলা মিয়ার ছেলে।

রোববার বেলা সোয়া ১টার দিকে রোহান মিয়া মোটরসাইকেলে বন্ধু মারুফ হোসেনকে নিয়ে শেরপুরের দিকে যাচ্ছিলেন। তিনি দ্রুতগতি ও এঁকেবেঁকে মোটরসাইকেল চালাচ্ছিলেন। এ সময় পাশ কেটে যাওয়ার চেষ্টা করলে রোহান মিয়া নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকাগামী চালবোঝাই ট্রাকের নিচে ঢুকে যান। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই রোহান মিয়া মারা যান। আহত হন, বন্ধু মারুফ। 

ট্রাকের নিচে আটকে যাওয়া মোটরসাইকেল কিছুদূর ছেঁচড়ে যায়। এরপর ট্রাকচালক ট্রাক ফেলে পালিয়ে গেছেন। আগুন ধরে গেলে মোটরসাইকেল ভস্মীভূত হয়। এছাড়া আগুন ছড়িয়ে পড়লে ট্রাকের কিছু অংশ পুড়ে যায়।

শাজাহানপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ট্রাকের আগুন নিভিয়ে ফেলেন। আহত মারুফকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যায়।

হাইওয়ে থানা পুলিশের এসআই নূর হোসেন ও অন্যরা জানান, মোটরসাইকেল দ্রুতগতিতে ও এঁকেবেঁকে চালাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। পুড়ে যাওয়া মোটরসাইকেল ও ট্রাক জব্দ করা হয়েছে। এ ব্যাপারে বগুড়ার শাজাহানপুর থানায় সড়ক পরিবহণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম