১৫ লাখ টাকা জরিমানা আদায়ের পর গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ ৩ ইটভাটা
ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ০৮:৩২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৫ লাখ টাকা জরিমানা আদায় করে অবৈধ তিনটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। রোববার সকাল থেকে বিকাল পর্যন্ত ফতুল্লার নন্দলালপুর ও শৈলকুড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব ফয়জুন্নেছা আক্তার পুলিশ, র্যাব, ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগের (ডিপিডিসি) সহযোগিতায় এ অভিযান চালান।
পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এএইচএম রাসেদ জানান, ফতুল্লার নন্দলালপুর ভিটাপাড়া এলাকায় আব্দুল্লাহ ব্রিকস সাপ্লাইয়ার্স-২ নামের ইটভাটাকে ৫ লাখ, শৈলকুড়া এলাকায় মেসার্স এমএসবি ব্রিকসকে ৫ লাখ টাকা ও দাপা শৈলকুড়া এলাকায় মেসার্স এসইউএ ব্রিকসকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। এরপর প্রত্যেকটি ইটভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তৈরি ইট ও ভাটার চিমনি এক্সকেভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। একই সঙ্গে ফায়ার সার্ভিসের মাধ্যমে কাঁচা ইট পানি দিয়ে ব্যবহার অনুপোযোগী করে দেওয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
