‘ওসমান হাদি দেশের জন্য শহীদ হয়েছেন’
নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ০৮:৩২ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদি এ মাটির সন্তান। তিনি ছিলেন সত্যিকারের দেশপ্রেমিক। ইনসাফ প্রতিষ্ঠার পথে দুর্বৃত্তের গুলিতে প্রাণ হারিয়েছেন তিনি। তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলায় ফ্যাসিস্টরা পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে। তিনি দেশের জন্য শহীদ হয়েছেন। হাদি আমাদের গর্ব। দেশবাসী তাকে আজীবন স্মরণ করবে।
রোববার (২১ ডিসেম্বর) বিকালে হাদির রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠির নলছিটি উপজেলা ছাত্রদলের আয়োজনে সরকারি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন।
বক্তারা ওসমান হাদির স্মৃতিচারণ করেন এবং তার খুনিদের দ্রুত গ্রেফতার করে ফাঁসি কার্যকরের দাবি জানান।
উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুজন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ আলম মান্না, পৌরসভা জামায়াতের সভাপতি অ্যাডভোকেট মো. আল আমিন, হেফাজতে ইসলামের উপজেলা সাধারণ সম্পাদক মুফতি হানযালা নোমানী, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো.সাব্বির, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি মো. আবু মুসা সরদার, ভলান্টিয়ার্স অব নলছিটির সভাপতি মো. শাহাদাত আলম ফকির প্রমুখ।
পরে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয় এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন থানারপুল জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল কুদ্দুস।
